#Culturedmodernsociety

#MODERNISM স্কুলে পড়াকালীন বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করত, কেননা আমি গালি দিতাম না, কন্ডোম কাকে বলে জানতাম না, সিগারেট খেতাম না, ড্রিঙ্ক করার কথা ভাবতেও পারতাম না। বন্ধুদের চোখে আমি নিতান্তই ভালোমানুষ গোছের গাড়ল ছিলাম। তাদের উপহাসে বিরক্ত হয়ে ক্লাস ১২ এ প্রথমবার ধূমপান করি, নিজেকে স্মার্ট দেখাবার প্রচেষ্টা করি। পরবর্তীকালে সেটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যায়। নিজেকে 'কুল' প্রমাণ করতে 'ভুল' করে বসি। আমার একজন দূরসম্পর্কের বোন আছে, বয়স বারো কি তেরো। সে বাকী মেয়েদের মত নয়, বেশি মডার্ণ ড্রেস পরেনা, বেশি সাজগোজ পছন্দ করেনা। সে বড় হয়ে আর্মিতে যোগ দিতে চায়। তাকেও এখন থেকেই বাকী মেয়েরা ক্ষ্যাপায়। সে হট প্যান্ট পরতে লজ্জা পায় বলে তাকে জবরদস্তি করা হয়। সে প্রেম টেম করতে চায়না বলে তাকে খ্যাপানো হয়। আমি ভীষণভাবে চেষ্টা করি, সে যেন এসব ফাঁদে পা না দেয় আমার মত। মনেপ্রাণে চেষ্টা করি, সে যেন ভবিষ্যতে আর্মিতে যোগ দিতে পারে। নিজে যে ভুলগুলো একসময় করেছি, আমি চাই সেগুলো যেন বাকীরা না করে। আমি ঠিক জানিনা মডার্ণ হতে গেলে কি কি যোগ্যতা লাগে, তবে এতটুকু বুঝি, ড্রিঙ্ক করে মাতলামি করা, কিংবা ডিস্কোতে ...