মাধ্যমিক ২০২০ রেজাল্ট
জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখেরও বেশি। এদিকে করোনার জেরে স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৮ জুলাই। এ মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা ছিলো কিন্তু করোনার জেরে তা বাতিল করার সিদ্ধান্ত নেই শিক্ষা দপ্তর। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “মাধ্যমিকের ফল প্রকাশ করলেই তো হবে না। ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দিতে হবে। তাদের ভরতির ব্যবস্থা করতে হবে। এটি একটি জটিল প্রক্রিয়া। আগে যেভাবে সবকিছু হত তা এই পরিস্থিতিতে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূল হলেই আমরা ফল প্রকাশ করব।”
এদিকে, মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত রাখতে দাবি জানিয়ে চিঠি দিয়েছে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সংগঠন বিজিটির তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে কোনওভাবেই পরীক্ষা নেওয়া যাবেনা। বর্তমান শিক্ষাবর্ষ কম করে তিন মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে জানানো হয়েছে, ICSE বোর্ড ছাত্র-ছাত্রীদের উপর পরীক্ষার দেওয়ার বিষয়টি ছেড়ে দেয়। সেই মতোই আমাদের রাজ্যে ছাত্র ছাত্রীদের ওপর পরীক্ষা দেওয়ার বিষয়টি ছেড়ে দেওয়া হোক। কেউ চাইলে পরীক্ষা দেবে, আর কেউ না চাইলে পরীক্ষা দেবে না।
This website uses coo
Comments