#Culturedmodernsociety


#MODERNISM

স্কুলে পড়াকালীন বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করত, কেননা আমি গালি দিতাম না, কন্ডোম কাকে বলে জানতাম না, সিগারেট খেতাম না, ড্রিঙ্ক করার কথা ভাবতেও পারতাম না। বন্ধুদের চোখে আমি নিতান্তই ভালোমানুষ গোছের গাড়ল ছিলাম। তাদের উপহাসে বিরক্ত হয়ে ক্লাস ১২ এ প্রথমবার ধূমপান করি, নিজেকে স্মার্ট দেখাবার প্রচেষ্টা করি। পরবর্তীকালে সেটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যায়। নিজেকে 'কুল' প্রমাণ করতে 'ভুল' করে বসি।

আমার একজন দূরসম্পর্কের বোন আছে, বয়স বারো কি তেরো। সে বাকী মেয়েদের মত নয়, বেশি মডার্ণ ড্রেস পরেনা, বেশি সাজগোজ পছন্দ করেনা। সে বড় হয়ে আর্মিতে যোগ দিতে চায়। তাকেও এখন থেকেই বাকী মেয়েরা ক্ষ্যাপায়। সে হট প্যান্ট পরতে লজ্জা পায় বলে তাকে জবরদস্তি করা হয়। সে প্রেম টেম করতে চায়না বলে তাকে খ্যাপানো হয়। আমি ভীষণভাবে চেষ্টা করি, সে যেন এসব ফাঁদে পা না দেয় আমার মত। মনেপ্রাণে চেষ্টা করি, সে যেন ভবিষ্যতে আর্মিতে যোগ দিতে পারে। নিজে যে ভুলগুলো একসময় করেছি, আমি চাই সেগুলো যেন বাকীরা না করে।

আমি ঠিক জানিনা মডার্ণ হতে গেলে কি কি যোগ্যতা লাগে, তবে এতটুকু বুঝি, ড্রিঙ্ক করে মাতলামি করা, কিংবা ডিস্কোতে গিয়ে নৃত্য করা কোনোভাবেই মডার্ণ হবার পরিচয় নয়। কথায় কথায় 'ফাক' বলে মিডল ফিঙ্গার দেখানোকে অসভ্যতা বলে, আধুনিকতা নয়। আমি এক দিদির থেকে শিখেছিলাম, প্রত্যেকের "অ্যাটি" থাকা উচিৎ। অ্যাটি বলতে অ্যাটিটিউড। আর সেই "অ্যাটি" মানে লোকের সাথে দুর্ব্যবহার করা, ধরাকে সরা জ্ঞান  করা, অন্যের সাথে নিজের লেভেলের তুলনা করা, কথায় কথায় লোককে "গাঁইয়া" বলা, একটা লাইন বলতে গেলে তারমধ্যে ইংলিশ, হিন্দি, বাংলা সব ভাষা ঢুকিয়ে জগাখিচুড়ি বানানো।

এসব অ্যাটি, পটি, মডার্ণিটি আমাদের সোসাইটিতে ক্যানসারের মত ছড়িয়ে যাচ্ছে। আমি তাদের সাথেও হেসে এবং নম্রভাবে কথা বলি, যারা আমায় পছন্দ করেনা। আমার মতে এটাই আসল অ্যাটিটিউড। রবীন্দ্রনাথ ভীষণভাবে মডার্ণ ছিলেন তাঁর দূরদৃষ্টির জন্য। ঝাঁটার মত স্পাইক আর ষাঁড়ের মত বাইক নিয়ে মডার্ণ হতে সবাই পারে, কিন্তু সবাই রবীন্দ্রনাথ হতে পারেনা। বিকিনি পরে মডার্ণ হতে সবাই পারে, কিন্তু কল্পনা চাওলার মত সবাই মহাকাশে যেতে পারেনা। অনেকগুলো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রাখলে কিংবা ছেঁড়া ফাটা পোশাক পরলেই যদি মডার্ণ হওয়া যেত, তাহলে জনি-মিয়াঁ আজ দুনিয়ার সবচেয়ে মডার্ণ মানুষ হিসাবে বিবেচিত হত।

মডার্ণ হতে গেলে মৃদুভাষী হও, ব্যবহারের দিক থেকে ভদ্র হও, ভবিষ্যতে নিজের কেরিয়ারকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবার প্রয়াস করো, ভেতর থেকে শিক্ষিত হও, এটাই যথেষ্ট। আধুনিকতা পোশাকে কিংবা প্রেমিকার সংখ্যায় বোঝা যায়না, ব্যবহারে বোঝা যায়... :)


#Salim
Salim56english@gmail.com 

Comments

SK MANIR said…
👌👌bapok likhechis. Era
Unknown said…
Khub sundor👌
Anonymous said…
মন ছুঁয়ে গেল
Anonymous said…
👍👍👍

Popular Posts